নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় নিহত-২, আহত-৩

Liberty News Desk
ছবি: লিবার্টি নিউজ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

প্রাপ্ত তথ্যে জানা যায় ২৭ শে জুলাই (শনিবার) বেলা সাড়ে ১১ টায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড সংলগ্ন বগুড়া-নাটোর মহাসড়কে নাটোরগামী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি ট্রাক ও বগুড়াগামী সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত ও অপর তিনজন আহত হয়েছে।

নিহতরা হলেন সিএনজি চালক কাথম গ্রামের আরারাফাত হোসেন (১৭) ও সিএনজির যাত্রী বিশা গ্রামের হাওয়া বেগম (৫৫)।

স্থানীয় লোকজনের সহায়তায় আহতদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও কুন্দারহাট হাইওয়ে পুলিশ সদস্য এবং স্থানীয় জনগন উদ্ধার কাজ চালিয়েছে।

এবিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নির্মল চন্দ্র মহন্তের সাথে কথা বললে তিনি বলেন আইনি প্রক্রিয়া সম্পন্ন সাপেক্ষে নিহতদের লাশ পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন