কক্সবাজারে সাত মাসে পানিতে ডুবে ৬০ জনের মৃত্যু

Liberty News Desk
ফাইল ছবি

চলতি বছরে কক্সবাজারে পুকুর, জলাশয় ও সাগরে ডুবে ৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বেসরকারি সংস্থা সিআইপিআরবি।

সংস্থাটির তথ্য অনুযায়ী, এসব মৃত্যুর মধ্যে শুধু সমুদ্র সৈকতে গোসলে নেমে প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন। এছাড়া কুতুবদিয়া, উখিয়া ও রামু উপজেলায় পুকুর ও জলাশয়ে ডুবে মৃত্যু হয়েছে আরও ৫০ জনের।

শুক্রবার (২৫ জুলাই) ‘পানিতে ডুবা প্রতিরোধ দিবস’ উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে সচেতনতা বৃদ্ধিতে র‌্যালির আয়োজন করে সিআইপিআরবি’র ‘সি সেইফ প্রজেক্ট’।

সি সেইফ প্রকল্পের মাঠ পর্যায়ের কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানিয়েছেন, ২০১৪ সাল থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে ৬৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সি সেইফ লাইফগার্ড সদস্যরা সমুদ্র থেকে ৭৯৫ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী সৈকতে ডুবে যায়। তাদের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা গেলেও, অরিত্র হাসান নামে একজনের মরদেহ ১৮ দিন পার হলেও এখনও খুঁজে পাওয়া যায়নি।

বিশ্বজুড়ে প্রতিবছর গড়ে ২ লাখ ৩৫ হাজার মানুষ পানিতে ডুবে প্রাণ হারায়। বাংলাদেশে এই সংখ্যাটি প্রায় ১৯ হাজার। অর্থাৎ প্রতিদিন গড়ে ৫০ জন মারা যান, যাদের মধ্যে প্রায় ৪০ জনই শিশু।

এই ভয়াবহ পরিস্থিতিকে রুখতে ২০২১ সালে জাতিসংঘ ২৫ জুলাইকে বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা দেয়। এই দিনে সচেতনতা বাড়ানো ও নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করার আহ্বান জানানো হয়।

সি সেইফ কর্মকর্তার মতে, “এই দিবসকে ঘিরে সবার মধ্যে সচেতনতা বাড়াতে হবে। নিজেরা সচেতন থাকলেই দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।”

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন