রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। এ ঘটনায় এখনও ৫০ জন চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, ১৫ জন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ), একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, একজন (অজ্ঞাতনামা) লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে এবং একজন ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন।
বর্তমানে চিকিৎসাধীন ৫০ জনের মধ্যে ৪০ জন রয়েছেন বার্ন ইনস্টিটিউটে, ৮ জন সিএমএইচে, একজন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে।
আজ দুপুর ১টার দিকে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাকিন নামে এক শিক্ষার্থী। তার বাড়ি গাজীপুরের কোনাপাড়া এলাকায়। তিনি মোহাম্মদ হোসাইনের ছেলে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






