নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সরবরাহে ১১ ঘণ্টার বিঘ্ন ঘটবে শুক্রবার (২৫ জুলাই)। বিতরণ লাইন নির্মাণকাজের কারণে ওইদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত পঞ্চবটি, মুক্তারপুর, কাশিপুর, মুন্সীগঞ্জ ও আশপাশের এলাকায় গ্যাস থাকবে না।
বৃহস্পতিবার (২৪ জুলাই) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, ফতুল্লার এনায়েতনগরে অবস্থিত দুটি শিল্পপ্রতিষ্ঠানের জন্য ৮ ইঞ্চি ব্যাসের প্রায় ৬৩২ মিটার নতুন গ্যাসলাইন নির্মাণ করা হচ্ছে। এ কাজের সময় নিরাপত্তাজনিত কারণে ওইসব এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্পখাতের সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং সহযোগিতা কামনা করেছে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






