আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

Liberty News Desk
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সরবরাহে ১১ ঘণ্টার বিঘ্ন ঘটবে শুক্রবার (২৫ জুলাই)। বিতরণ লাইন নির্মাণকাজের কারণে ওইদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত পঞ্চবটি, মুক্তারপুর, কাশিপুর, মুন্সীগঞ্জ ও আশপাশের এলাকায় গ্যাস থাকবে না।

বৃহস্পতিবার (২৪ জুলাই) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, ফতুল্লার এনায়েতনগরে অবস্থিত দুটি শিল্পপ্রতিষ্ঠানের জন্য ৮ ইঞ্চি ব্যাসের প্রায় ৬৩২ মিটার নতুন গ্যাসলাইন নির্মাণ করা হচ্ছে। এ কাজের সময় নিরাপত্তাজনিত কারণে ওইসব এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্পখাতের সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং সহযোগিতা কামনা করেছে।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন