বাপ্পী খাঁন, ঢাকাঃ রাজধানীর মিরপুরের সাউথ এশিয়ান স্কলার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিতে আয়োজিত এই ক্যাম্পে ডায়াবেটিস, দাঁতের রোগ ও হাড়ের সমস্যাসহ নানা রোগের প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়।
ক্যাম্পের উদ্বোধন ও প্রধান অতিথির দায়িত্ব পালন করেন ফেরদৌসী সুলতানা মিষ্টি,আর উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা, যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি; আব্দুল্লাহ আব্দুল, হাফিজুর রহমান শুভ্র, জিয়াউর রহমান জিয়া, মহসিন সিদ্দিক রনি, যুবনেতা খলিল চৌধুরী, তৌফিকুর রহমান চৌধুরী তুহিন, সাফায়েত রাব্বি আরাফাত, আবুল কালাম আজাদ লেনিন, রাশেদুজ্জামান ফয়সালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জগলুল পাশা পাপেল বলেন, “জনগণের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দিতে আমাদের এই উদ্যোগ। প্রাথমিক চিকিৎসার পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধও বিতরণ করা হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ ধরনের সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “বিএনপি চাঁদাবাজদের কোনো স্থান দেবে না। যারা অপকর্মের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় নেতাকর্মীদের সামাজিক কর্মকাণ্ডগুলো সঠিকভাবে মনিটরিং করার আহ্বান জানাই।”
ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক নারী, বৃদ্ধ ও শিশু বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। স্থানীয়রা জানান, এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকলে দরিদ্র মানুষের চিকিৎসা সুবিধা সহজ হবে এবং চিকিৎসার অভাবে অকালমৃত্যুর হারও কমবে।
অনুষ্ঠানের একাংশে স্থানীয় নেতাকর্মীরাও তাদের মতামত তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কর্মসূচি আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
এলএনডি/এনই
For 24/7 breaking news :
English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD






