চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবকের বয়স ৩০ বছর। শুক্রবার আনুমানিক সকাল ৮টার দিকে উপজেলার আখিলা রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন নাচোল থানার ওসি সেলিম রেজা। তিনি বলেন, শুক্রবার সকাল ৮টার দিকে রাজশাহী থেকে একটি রহনপুরগামী ট্রেন যাওয়ার পথে নাচোলের আখিলা রেলগেইট এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর দিলে সেখান থেকে মৃতের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে এ পর্যন্ত মৃত ওই যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে প্রয়োজনীয় আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি সেলিম রেজা।
এলএনডি/এমআর
For 24/7 breaking news :
English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD






