সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মকর্তার মৃত্যু

Liberty News Desk
প্রতীকী ছবি

চট্টগ্রামে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইকবাল সিকদার (৩২) নামে এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই এনজিওর প্রোগ্রাম অর্গানাইজার জাবেদ মিয়া (৩০)।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাইন্যাপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃতের বাড়ি টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলায় এবং বুরো বাংলাদেশ এনজিওর চন্দনাইশ শাখায় ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে দায়িত্বরত ছিলেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম জানান, বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইকবাল সিকদার ঘটনাস্থলেই প্রাণ হারান। বাসটি জব্দ করে থানায় নেয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আহত জাবেদ মিয়াকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলএনডি/এমআর

For 24/7 breaking news :

English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন