মাসুম বিল্লাহ, আশাশুনিঃ সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর চরে কেওড়া বাগানে নবায়ন গাছে ঝুলন্ত অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯ জুন) বেলা ১০টার দিকে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর ত্রিমোহনা খেয়াঘাটের দক্ষিণ পাশে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়।
পুলিশ জানায়, মরদেহের পরনে চেকের লুঙ্গি ও খয়েরি রঙের শার্ট ছিল। জলজ পোকামাকড়ে মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে, ফলে মরদেহের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি জোয়ার বেয়ে ভেসে এসে কেওড়া বাগানে আটকে গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওয়াদুদ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছেন। মরদেহের পরিচয় ও মৃত্যুর কারণ জানতে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news :
English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD






