ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে বালু উত্তোলনের অভিযোগ

Liberty News Desk
ফাইল ছবি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফুলকুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে ইউসুফ আলী নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। নদী খুঁড়ে বালু তোলায় হুমকির মুখে পড়েছে থানাঘাট বাজারের হাটশেড, আশপাশের ঘরবাড়ি ও ফসলি জমি। নদীপাড়ের বাসিন্দারা রয়েছেন তীব্র ভাঙন আতঙ্কে।

অভিযুক্ত ইউসুফ আলী পাথরডুবি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। অভিযোগ রয়েছে, তিনি ড্রেজার মেশিন বসিয়ে নিয়মিত বালু তুলছেন এবং তা স্থানীয়ভাবে বিক্রি করছেন। এলাকাবাসী একাধিকবার বাধা দিলেও তিনি কর্ণপাত করেননি।

স্থানীয় বাসিন্দা মলিদা বেগম বলেন, ‘নদী থেকে এভাবে বালু তুললে আমাদের ঘরবাড়ি নদীতে ভেঙে পড়বে। বারবার বলার পরও কেউ শোনে না।’
রেজিয়া বেগম নামের আরেক নারী বলেন, ‘আমরা রাতে ঘুমাতে পারি না, ভয়ে থাকি কখন নদী গিলে ফেলে।’

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক রোকনুজ্জামান রোকন বলেন, ‘ফুলকুমার নদ থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু তোলা হচ্ছে। এতে থানাঘাট বাজার ও নদীপাড়ের বসতি ঝুঁকিতে পড়েছে। প্রশাসন ব্যবস্থা না নিলে বড় ধরনের ক্ষতি হবে।’

এ বিষয়ে কথা বলতে চাইলে ইউসুফ আলী প্রথমে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান। পরে বলেন, ‘নদীর দুই পাড়ের জমি আমাদের। তাই বালু তুলছি।’

এ বিষয়ে পাথরডুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর বলেন, ‘বালু তোলার বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিচ্ছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস বলেন, ‘বিষয়টি শুনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হবে।’

স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই নদী থেকে অবৈধভাবে বালু তোলা হলেও প্রশাসনের নজরদারি নেই। ফলে প্রভাবশালীরা চাঁদাবাজি ও রাজনৈতিক পরিচয়ের জোরে নদী দখল করে বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছে।

এলএনডি/এমআর

For 24/7 breaking news :

English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন