ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের রোড ডিভাইডারে ধাক্কা লেগে একটি প্রাইভেট কারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই গাড়ির চালকসহ পাঁচজন যাত্রী আহত হন।
বুধবার (২৬ জুন) রাত পৌনে ৯টার দিকে মহাসড়কের জয়পুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত পৌনে ৯টার দিকে ঢাকামুখী একটি প্রাইভেট কার ঢাকা আরিচা মহাসড়কে জয়পুরা বাঁকের রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় গাড়ির চাকা ফেটে বিকট শব্দ হয়। মুহূর্তেই ওই গাড়িতে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধামরাই স্টেশন থেকে ফায়ার সার্ভিসের একটি দল।
সবশেষ ঘটনাস্থল থেকে পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ধামরাই ফায়ার স্টেশন কর্মকর্তা সোহেল রানা জানান, রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি অগ্নিদুর্ঘটনা ঘটে। এতে চালকসহ পাঁচজন আহত হয়েছে। উদ্ধার করে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news :
English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD






