বাগেরহাট জেলা ছাত্র কল্যাণ সংগঠনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

Liberty News Desk
ছবি : সংগৃহীত

গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাগেরহাট জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন বাগেরহাট জেলা ছাত্র কল্যাণ সংগঠনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও সমাজকর্মী ইঞ্জিনিয়ার মাসুদ রানা।

শনিবার অনুষ্ঠানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নবাগত শিক্ষার্থীদের বরণ করা হয় ও প্রবীণ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সেই সাথে প্রধান অতিথিকেও ফুলের তোড়া দিয়ে বরণ করা হয় এবং সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এক মনোরম পরিবেশে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনটির সকলের মধ্যে উৎসব উৎসব ভাব দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মাসুদ রানা তাঁর বক্তব্যে তরুণ প্রজন্মকে দেশপ্রেম, রাজনৈতিক সচেতনতা এবং গবেষণা ও উদ্ভাবনের প্রতি উৎসাহিত করেন। তিনি বলেন, দেশপ্রেমই তরুণদের সবচেয়ে বড় শক্তি। এই শক্তি কাজে লাগিয়ে শিক্ষায়, গবেষণায় এবং নৈতিক নেতৃত্বে নিজেদের এগিয়ে নিতে হবে।

শিক্ষার্থীরা তার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে দেশের উন্নয়ন, সমাজ গঠন এবং ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণে সক্রিয় ভূমিকা নেওয়ার অঙ্গীকার করে।

অনুষ্ঠানের সভাপতি নোমান আহম্মেদ তাসনিম বলেন, এটি শুধু একটি সংগঠন নয় এটি একটি পরিবার, আপন ঠিকানা। নবীন ও প্রবীন, সকলের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আমাদের বাগেরহাট জেলা ছাত্র কল্যাণ সংগঠনের মূল লক্ষ্য হলো নিজেদের মধ্যে একতা বজায় রেখে শিক্ষা, সমাজ ও দেশের কল্যানে কাজ করা। আমরা সকলে মিলে একসাথে কাজ করে আমাদের জেলার শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা গুলো চিহ্নিত করবো এবং তা দূর করার জন্য সচেষ্ট হবো।

শেষে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন