ডাকসু নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

Liberty News Desk

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ভোটের দিন সেনাবাহিনী মোতায়েন থাকবে। ভোটগ্রহণ ও গণনার সময় সেনাসদস্যরা কেন্দ্রগুলোতে অবস্থান করবেন। মঙ্গলবার (২৬ আগস্ট) রিটার্নিং কর্মকর্তাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানান, বিশ্ববিদ্যালয়ের প্রধান সাতটি প্রবেশপথে সেনারা দায়িত্ব পালন করবেন। ভোট শেষ হওয়ার পর ফল ঘোষণার আগ পর্যন্ত কেন্দ্রগুলো সেনারা কর্ডন করে রাখবেন, যাতে কোনো বহিরাগত প্রবেশ করতে না পারে এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয়।

সভায় আরও সিদ্ধান্ত হয়, ভোটের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে। এছাড়া নির্বাচনের সাত দিন আগে থেকেই কোনো বহিরাগতকে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে থাকতে দেওয়া হবে না।

এদিকে আজ থেকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। নির্বাচন কমিশন প্রার্থীদের জন্য পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিল ব্যবহারে নির্দেশনা দিয়েছে এবং নির্ধারিত সময়সূচি মেনে প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন