গোবিপ্রবি প্রতিনিধিঃ আজ (২৫ আগস্ট) সোমবার, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোভার স্কাউটের উদ্যোগে এবং আস- সুন্নাহ ফাউন্ডেশন এর সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলদ, ফুল ও সৌন্দর্যবর্ধনকারী সর্বমোট ৪২৬টি গাছ রোপণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য, উপ-উপাচার্য, শিক্ষক – শিক্ষার্থী, কর্মকর্তা,কর্মচারী ও রোভার স্কাউট এর সদস্যবৃন্দ।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.হোসেন উদ্দিন শেখর বলেন, “গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং একটি সবুজ সুন্দর ক্যাম্পাস গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। আজকের এই উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশবান্ধব চেতনা জাগ্রত করবে এবং ভবিষ্যত প্রজন্মের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।”
উপাচার্য আরও জানান, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে সবুজায়নের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি সুস্থ, সুন্দর ও অনুকূল পরিবেশ তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে”।
এলএনডি/এমআর






