হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে ক্লাস থেকে বের করে দিলেন শিক্ষিকা

Liberty News Desk
ছবিঃ সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ভিকারুননিসা নূন স্কুলের প্রভাতী শাখায় ষষ্ঠ শ্রেণির ২০-২২ জন শিক্ষার্থীকে হিজাব পরার কারণে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

অভিযোগ অনুযায়ী, রোববার (২৪ আগস্ট) শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে উপস্থিত ছিলেন। তবে শেষ পিরিয়ডে ইংরেজি শিক্ষক ফজিলাতুন নাহার তাদের ক্লাস থেকে বের করে দেন এবং খারাপ ব্যবহার করেন বলেও দাবি অভিভাবকদের। তাদের অভিযোগ—শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্যও করা হয়েছে।

তবে অভিযুক্ত শিক্ষক ফজিলাতুন নাহার বলেন, “আমাদের স্কুলের নির্দিষ্ট ড্রেস কোড রয়েছে। কেউ যদি পর্দা করতে চায়, তাহলে তাকে সাদা স্কার্ফ পরতে হবে। কিন্তু অনেকে নিয়ম ভঙ্গ করে ওড়না পরে এসেছিল। তাই তাদের ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে।”

অভিভাবকদের দাবি, অন্য শিক্ষকরা এ বিষয়ে আপত্তি না তুললেও ফজিলাতুন নাহার একাই শিক্ষার্থীদের অপমান করেছেন।

বিষয়টি নিয়ে ভিকারুননিসা নূন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, “আমি বসুন্ধরা শাখাপ্রধানের সঙ্গে কথা বলেছি। ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন