ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থী আগামী সোমবার (২৫ আগস্ট) পর্যন্ত ক্যাম্পাস বা হল এলাকায় নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না।
বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২১ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত প্রার্থীরা প্রচারণায় অংশ নিতে পারবেন না। তবে ২৬ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করার অনুমতি দেওয়া হবে।
সেখানে আরও বলা হয়, নির্ধারিত সময়ের আগে প্রচারণা চালানো হলে তা আচরণবিধি ভঙ্গ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এলএনডি/এমআর






