গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন

Liberty News Desk
ছবিঃ লিবার্টি নিউজ

গোপালগঞ্জ প্রতিনিধি: “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ ও দেশীয় মাছের বিলুপ্তি রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ এ আয়োজন করে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে।

দিনের শুরু হয় আনন্দঘন শোভাযাত্রার মধ্য দিয়ে, যা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের লেকে অবমুক্ত করা হয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যেখানে মৎস্যসম্পদ রক্ষায় তরুণ প্রজন্মের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সোহেল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহম্মেদ জুয়েল এবং গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী। সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. মোঃ আরিফুল ইসলাম এবং বেসরকারি সংস্থা Christian Commission for Development in Bangladesh (CCDB)-এর প্রতিনিধি কৃষিবিদ মোঃ আব্দুল বারী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিয়াজ আল হাসান।

অনুষ্ঠানে একটি উল্লেখযোগ্য মুহূর্ত ছিল ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ এবং CCDB-এর মধ্যে প্রাথমিক চুক্তি (Letter of Intent) স্বাক্ষর। নিকট ভবিষ্যতে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের মাধ্যমে শিক্ষার্থীরা CCDB-এর বিভিন্ন কার্যক্রমে ইন্টার্নশিপ ও গবেষণা প্রকল্পে অংশগ্রহণের সুযোগ পাবে। যা শিক্ষার্থীদের পেশাগত বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

গোবিপ্রবি শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষের পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের এই বর্ণাঢ্য আয়োজন সেই অঙ্গীকারেরই উজ্জ্বল প্রতিফলন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন