ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য আচরণবিধি আরও কঠোর করা হয়েছে। নির্বাচনী সময়ে ভোটারদের আপ্যায়ন, উপঢৌকন বিতরণ কিংবা সেবামূলক কার্যক্রমে যুক্ত হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ডাকসু নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত কোনো প্রার্থী বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক সেবামূলক কর্মকাণ্ডে স্বপ্রণোদিতভাবে অংশ নিতে পারবেন না। এছাড়া উপঢৌকন দেওয়া, আপ্যায়ন করানো কিংবা আর্থিক সহায়তা দেওয়ার মতো কাজগুলোও আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এই নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে এবং যেকোনো প্রকার অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এলএনডি/এমআর






